গোপালগঞ্জে মোটর সাইকেল দূর্ঘটনায় গণমাধ্যম কর্মী নিহত

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৭

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
ছবি: যায়যায়দিন

গোপালগঞ্জের মুকসুদপুরে মোটর সাইকেল দূর্ঘটনায় রফিকুল ইসলাম(৩৫) নামে এক গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। সোমবার(১৭ ফেব্রুয়ারী)দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলামের বাড়ী মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।তিনি দৈনিক ৭১ বাংলাদেশ পত্রিকার সাংবাদিক হিসাবে কর্মরত ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, মুকসুদপুর উপজেলার ভাঙ্গাপোল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের উপর পড়ে যায় মোটর সাইকেলটি। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।


যাযাদি/ এমএস