বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৫
মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কৃষক নিহত
প্রতীকি ছবি

রংপুরের মিঠাপুকুরে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ওই কৃষকের নাম, শাহাদাত হোসেন সাদা মিয়া (৫০)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুহিয়া বানিনাথপুর গ্রামের বখতিয়ার হোসেনের পুত্র । তিনি পেশায় একজন কৃষক।

সোমবার (১৭-ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম মাঠেরহাট এলাকার আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

প্রত্যক্ষদর্শীয় ও স্থানীয়রা জানান, শাহাদত হোসেন সাদা সকালে কৃষিকাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝঁগ্রাম টু মাঠেরহাট এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে পিষ্ট করলে ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করেন। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে মিঠাপুকুর থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের মরদেহ মিঠাপুকুর থানায় আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে