চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মো. ইব্রাহিম ইমাদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা এলাকায় নাজির বাপের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নানী ফাতেমা বেগম জানান, গত ১০দিন আগে আমাদের বাড়িতে বেড়াতে আসে আমার মেয়ে ও নাতি। রবিবার সকালে আমাদের বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় লালুটিয়া থেকে দোহাজারীগামী একটি অটোরিকশা ইমাদকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমাদকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিক্সা কিছু কিশোর এবং অদক্ষ ব্যক্তির দ্বারা পরিচালিত হওয়ায় প্রতিদিন চন্দনাইশের কোন না কোন এলাকায় দূর্ঘটনা বেড়ে চলেছে। এতে আহত ছাড়াও মাঝে মধ্যে মৃত্যুর মত নির্মম ঘটনাও ঘটছে। এব্যাপারে সচেতনমহল হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের সুদৃষ্টি কামনা করছেন।
যাযাদি/ এমএস