নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার ১৬ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে কালিবাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ইমামের মৃত্যু হয়েছে। নিহত ইমাম মো. শিহাব উদ্দিন (২৪) ভোলা জেলার তজমুদ্দিন থানার বাসিন্দা।
তার পিতার নাম আবুল কালাম। তিনি আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া জামে মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, নিহত ইমাম শিহাব উদ্দিন ইমামতির পাশাপাশি দাওরা শ্রেণীর ছাত্র ছিলেন। ঘটনার সময় তিনি রূপগঞ্জের একটি মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে ফিরছিলেন।
পথে কালীবাড়ি নামক স্থানে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বালুবাহী মাহেন্দ্র ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দেয়। ফলে তিনি মাথায় রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটি পুলিশের হেফাজতে আড়াইহাজার থানায় রাখা হয়েছে। উত্তেজিত জনতা ঘাতক মাহেন্দ্র ট্র্যাকটি ( ঢাকা মেট্রো ১৫-৬৯৫৮) আটক করে থানায় দিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত কার্যক্রম করা হবে।
যাযাদি/ এমএস