নওগাঁর আত্রাইয়ে বালুবাহী ড্রামট্রাক কেড়ে নিল এক যুবকের প্রাণ। তার আর খাওয়ানো হলো না মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের। মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শনিবার(১৫ ফ্রেব্রয়ারি) আত্রাই-পতিসর সড়কের বারবিঘা নামক স্থানে।চাকায় চিষ্ট হয়ে সাদিকুর রহমান বাবু (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। বাবু উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে।
জানা যায়,উপজেলার বাঁকা গ্রামের মৃত আব্দুস ছামাদ মৃধার ছেলে সাদিকুর রহমান বাবু (৪৮) তার নিজ গ্রামের মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের খাওয়ানোর জন্য গতকাল শনিবার সকালে বাজার করে মোটারসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
তিনি বারবিঘা নামক স্থানে পৌঁছলে পিছন থেকে বালু বোঝাই ড্রামট্রাক ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে নওদুলী বাজারে স্থানীয় জনগণ চালকসহ ট্রকটি আটক করেন।
আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।ট্রাকের চালক রাজশাহীর চারঘাট উপজেলার নাওদারা গ্রামের হাফিজুর রহমান (৩৪) কে গ্রেফতার করা হয়েছে।এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যাযাদি/ এমএস