শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৬
আপডেট  : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৯
টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকি ছবি

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর ৫ নম্বর ব্রিজের কাছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার দিকে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ এলাকার দুই বন্ধু রাকিব(২৪) ও রেজবি(২৪)।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রইজ উদ্দিন জানান, শক্রবার বিকালে টাঙ্গাইল শহর থেকে মোটর সাইকেলযোগে যমুনা সেতু এলাকায় কয়েক বন্ধু বেড়াতে যান।

এদিন রাতে ফেরার পথে ধলাটেংগর ৫ নম্বর বিজ্রের কাছে পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী অজ্ঞাত একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ওই দুই বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যাযাদি/ এমএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে