ঘাটাইলে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ১
প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেউলাবড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রাইমারী স্কুল সংলগ্ন দ্রতগামী ট্রাক ডিজেল চালিত মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে আজমান মন্ডল(৩৮)নামে মাহেন্দ্র চালক নিহত হয়েছে ।তিনি দেউলাবাড়ী চক পাকুটিয়া গ্রামে উদয় মন্ডলের ছেলে ।
শুক্রবার(৭ফেব্রয়ারী) সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায় উপজেলা দেউলাবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে রড ভর্তি মধুপুর অভিমুখি একটি ট্রাক প্রাইমারী স্কুল সংলগ্ন পৌছালে ডিজেল চালিত মাহেন্দ্র সাথে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়।
এ বিষয়ে ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম দুর্ঘটনা সত্যতা স্বীকার করে জানান আমরা ট্রাক আটক করেছিলাম কিন্তু নিহতের পরিবার কোন মামলা করবেনা বলে আমরা লাশ পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করি।
যাযাদি/ এমএস