শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরার শ্যামনগরে দ্রুতগামী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হযরত আলী (৫৩) নামের এক ইতালি প্রবসী নিহত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নকিপুর কাশিমাড়ি সড়কে সুন্দরবন নার্সিং হোমের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
নিহত প্রবাসী হযরত আলী বেলেডাঙ্গা গ্রামের সুরমন আলীর ছেলে। তিনি নকিপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

কাশিমাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য সুধাংশু মন্ডল জানান, শুক্রবার প্রয়োজনীয় কাজ শেষে নকিপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে  বাড়ি ফিরছিলেন হযরত আলী। সুন্দরবন নার্সিং হোসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের (যশোর ট ১১-৩৯৫৬) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
 
গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হযরত আলীকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ রিপোর্ট  লেখা পর্যন্ত ঘাতক ট্রাকের চালককে পুলিশ গ্রেফতার করেছে বলে শ্যামনগর থানা সূত্রে জানা গেছে।

যাযাদি/ এমএস