বগুড়ায় ইজিবাইক চাপায় বোন নিহত, ভাই আহত
প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮

বগুড়ায় ইজিবাইক চাপায় বোন নিহত ও ভাই গুরুতর আহত হয়েছে। নিহত ও আহত ভাই-বোন দুজনেই শিশু। নিহত হুমায়ারার বয়স ১ বছর এবং আহত ভাই আব্দুল্লাহর বয়স ৪ বছর।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের মালতি নগর শান্তিবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘঠে। আব্দুল্লাহ ও হুমায়ারা ওই এলাকার সুলতান নামের এক রিক্সা চালকের সন্তান।
নিহত ও আহতের বাবা রিক্সাচালক সুলতান বলেন, সকাল ৯টার দিকে আমার দুই সন্তান এখানে একটি ইজিবাইকের মধ্যে বসে খেলা করছিল। ইজিবাইকটির চাবি ডাইরেক্ট করা ছিল বাচ্চারা সেটি বুঝতে পাড়েনি। বাচ্চারা খেলতে খেলতে পিকআপ টানলে গাড়িটি সামনের দিকে দ্রæতগতিতে যেতে শুরু করে এসময় তারা দুজনেই চাকার নিচে পরলে মেয়ে হুমায়রা ঘটনাস্থলেই মারা যায় এবং পুত্র গুরুতর আহত হলে তাকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
যাযাদি/ এমএস