সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিমানবন্দরের সামনে ৭ শিক্ষার্থীকে পিষে দিলো প্রাইভেটকার

যাযাদি ডেস্ক
  ২৭ অক্টোবর ২০২৪, ১৮:১৩
ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া শিক্ষার্থীদের চাপা দিয়েছে একটি বেপরোয়া প্রাইভেটকার। এতে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এই দুর্ঘটনায় তিন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আর একজন মাথায় সামান্য ব্যথা পেয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের ব্যস্ততম রাস্তার পাশ দিয়ে কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। শিক্ষার্থীদের পিষে প্রাইভেটকারটি গিয়ে টার্মিনালের টিনের বাউন্ডারির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। সঙ্গে সঙ্গে লোকজন এগিয়ে এসে প্রাইভেটকারের নিচে চাপা পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে। পরে তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

দুর্ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেছেন। প্রাইভেটকারটি আটক করেছে পুলিশ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে