শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

গাংনীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু : আহত-৭

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ২০ ডিসেম্বর ২০২৩, ১২:৫২
গাংনীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু : আহত-৭

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় বুলবুল আহমেদ (৩৫) নামের এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে আহত হয়েছেন আরও ৭ যাত্রী। আজ বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর - কুষ্টিয়া সড়কের চ্যাংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ভ্যান চালক বুলবুল আহমেদ গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাংনী থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার নং- ঢাকা মেট্রো ব- ১৫-৩১২০) চ্যাংগাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা দেয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামিয়ে দেয় চালক। বাসের ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহত হন বাসের হেলপারসহ ৭ যাত্রী।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বুলবুল আহমেদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হলেন- বাসের হেলপার নাহিদ(২২), যাত্রি আবু বকর(৩২), জুলফিকার(৪১), তবিবুর আলম(৮), একরামুল(৩২), পল্লব(৩৫) ও আলিম(২৪)। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

হতাহতদের বিষয়ে নিশ্চিত করেছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা ফারুক হোসেন।

গাংনী থানার ওসি(তদন্ত) মনোজ কুমার নন্দী জানান, এখ নপর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে