নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে ২ মিনিট ২৩ সেকেন্ড এ ত্রাণ বিতরণের ভিডিওটি পোস্ট করা হয়। এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরকে নিয়ে পুরো উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন যুবদল নেতা আফজাল কবির।
গত ৫ আগস্টের পর থেকে তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির নানা অপকর্মে লিপ্ত হয়। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সকল ব্যবসা বাণিজ্য দেখভাল করছেন। এ যুবদল নেতার ছত্রছায়ায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমানের সকল রাজনৈতিক ও ব্যবসায়িক কর্মকান্ড অব্যাহত রয়েছে।
এছাড়াও উপজেলায় আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় প্রশ্রয় দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ থাকা সত্ত্বেও যুবদল নেতা আফজাল কবিরের বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না এলাকাবাসি।