আ.লীগ জামায়াত-এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে : যুবদল সভাপতি
প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৪:১৯ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫, ১৪:২৪

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, আওয়ামী লীগ এখন জামায়াত-এনসিপির ছায়াতলে আশ্রয় নিয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩ দলের যৌথ এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি বলেন, আমরা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছি। আমাদের দল থেকে কোনো অপরাধ সংগঠিত হলে সেখানে আমরা টেলিফোন করছি এবং তদন্ত টিম পাঠাচ্ছি। আমরা ইতোমধ্যেই ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় অনেককে নিয়ে এসেছি যারা অসাংগঠনিক কার্যক্রমে জড়িত।
তিনি বলেন, তারেক রহমানের সুদৃষ্টি থাকার কারণে ৫ আগস্টের পর থেকে আমরা মসজিদে মন্দিরে পাহারা দিয়েছি। এমনকি আমাদের দলের নেতাকর্মীরা পুলিশ স্টেশনেও পাহারা দিয়েছে। দলের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটছে তা আমরা অস্বীকার করছি না। তবে আমরা বহিষ্কারসহ শাস্তির আওতায় তাদের আনছি।