পিরোজপুর-১ আসনের প্রয়াত সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও সাঈদী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাঈদীর হাত ধরে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ১৬ সনাতন ধর্মাবলম্বী।
শনিবার পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় জামায়াতের পক্ষে দলীয় গণসংযোগ করেন মাসুদ সাঈদী। এদিন তার আহ্বানে ১৬ সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী জামায়াতে যোগ দেন।
তারা হলেন— সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমীরণ দাস, উত্তম কুন্ড, নিতাই কুন্ড, অচিন কুন্ড ও সুনীল দাস। বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায় ও কৃষ্ণ কুমার মাঝি। এছাড়া শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলার রতন কুমার শীল, পালপাড়ার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা ও রাজারহাটের জয়দেব মিত্র।
গণসংযোগকাল মাসুদ সাঈদী বলেছেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন জামায়াতের সবচেয়ে বড় কাজ।
জামায়াত নেতা বলেন, দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষণ বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন
তিনি বলেন, স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে আগে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নেই।
গণসংযোগকালে জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, নায়েবে আমির মাওলানা আবদুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।