শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

‘ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম চুরি করেছেন, পিঠের চামড়াও থাকবে না,’

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৯
‘ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম চুরি করেছেন, পিঠের চামড়াও থাকবে না,’
তরিকুল ইসলাম ভূঁইয়া, ইলিয়াস কাঞ্চন

‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগান নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ শুক্রবার আত্মপ্রকাশ করেছে। এর আগেই ইলিয়াস কাঞ্চন ঘোষণা দিয়েছিলেন আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলেন নাম।

দলের নাম নিয়ে ইলিয়াস কাঞ্চনের তীব্র সমালোচনা করেন জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, তার রাজনৈতিক দলের নাম ইলিয়াস কাঞ্চন চুরি করেছেন এবং তাকে শায়েস্তা করা হবে।

আমি তাকে ২৪ ঘণ্টার মধ্যে নাম পরিবর্তন করতে বলেছি, না হলে আদালতের শরণাপন্ন হব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পিআরপি চেয়ারম্যান বলেন, গত ১৭ বছরে আপনার কোনো খোঁজখবর ছিল না। চলচ্চিত্র সমিতিতে জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন। আর এখন কেনো নামতে হলো?

সুসময় এসে আপনি এখন দল বানালেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন? পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙুলও থাকবে না।

তরিকুল ইসলাম ভূঁইয়া অভিযোগ করেন, ইলিয়াস কাঞ্চনের গঠিত রাজনৈতিক দলের নাম ‘জনতার অধিকার’ শব্দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।

তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চনের দলের নাম আমাদের দলের সঙ্গে প্রায় অভিন্ন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ কারণে আমি ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে নাম পরিবর্তনের আহ্বান জানাচ্ছি।

নির্ধারিত সময়ের মধ্যে নাম পরিবর্তন না করা হলে আমি আদালতের দ্বারস্থ হব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে