শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

২৬ এপ্রিল সুন্নী আলেমদের ছায়ায় মাঠে নামছে আ.লীগ

যাযাদি ডেস্ক
  ২৫ এপ্রিল ২০২৫, ১৭:১৭
২৬ এপ্রিল সুন্নী আলেমদের ছায়ায় মাঠে নামছে আ.লীগ
ছবি: সংগৃহীত

দেশ ও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে গোপনে নতুন মিশনে নেমেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এমনই অভিযোগ উঠেছে সম্প্রতি ঘোষিত ঢাকার ‘সুন্নী সমাবেশ’কে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, সুন্নী আলেমদের ছায়ায় মাঠে সক্রিয় হতে চাচ্ছে আওয়ামী লীগ।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। একই সঙ্গে পালিয়ে যান দলের বড় নেতারাও।

তবে, দেশে এখনো শীর্ষ পর্যায়ের কিছু নেতা রয়েছেন। নানাভাবে চেষ্টা করছেন সক্রিয় হওয়ার। বিশেষ কোনো ইস্যু সামনে আসলেই তাদের গোপন তৎপরতা বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি ঢাকায় ‘সুন্নী সমাবেশ’ ঘিরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সামাজিক যোগাযোগমাধ্যমে সবর হয়েছে।

এ সমাবেশের মাধ্যমে তারা সরকারকে ‘বেকায়দায়’ ফেলতে চায়। সরকারের বিরুদ্ধে চাপ প্রয়োগের নানা ছক আঁকছে বলে সন্দেহ প্রকাশ করছেন সচেতন নাগরিকরা।

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ‍্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ডাক দেন দেশের পীর-মাশায়েখ, সুন্নী জনতা। তবে, সেটির অনুমতি দেওয়া হয়নি এখনো।

আর এ সমাবেশ ঘিরে ‘তৎপর’ হয়েছেন হবিগঞ্জ জেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সাধারণ সম্পাদকসহ অনেক নেতা-কর্মী।

তাদের এমন তৎপরতার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী মীর জাহান।

এ নিয়ে শুক্রবার ভোরে তিনি কিছু আইডির স্ক্রিনশটের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে মীর জাহান লিখেছেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি, সাবেক সেক্রেটারি হবিগঞ্জ জেলা।

ভারতের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্ট করার কারণে যারা আবরার ফাহাদকে হত্যা করেছিল, ইসরায়েলকে যারা বন্ধু মনে করে, তারা এখন ফিলিস্তিনের দরদী কেন হলো?’

তিনি আরও লেখেন, ‘ফুলতলীর মুনাফেক এবং মাজার পূজারিদের ষড়যন্ত্র রুখে দাও বাংলাদেশ। ২৬ তারিখে যেন মাইর একটাও মাটিতে না পড়ে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে