আগামী ২৫ এপ্রিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন ও জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষে গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচারনা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মিছিলটি ইমাম বাড়ী ঈদগাহ মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ রোড এলাকার বাসস্ট্যান্ড মসজিদ মাঠে গিয়ে শেষ হয় ।
ময়মনসিংহের কর্মী সম্মেলন উপলক্ষে উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেলের নেতৃত্বে এই প্রচারণা মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ ইসমাইল হোসেন সোহেল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আশরাফুল ইসলাম ,পাগলা থানা জামায়াতের আমির এমদাদুল হক, পাগলা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম ।
নেতৃবৃন্দ আগামী ২৫ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।