দুর্গাপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১০:২২

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালীন সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা গেছে।
বুধবার বিকেল দুর্গাপুর উপজেলা সদরে গণসংযোগ কর্মসূচি উপজেলা মোড় থেকে শুরু হয়ে মেডিকেল মোড়, থানা মোড় হয়ে জিয়া চত্বরে এসে শেষ হয়। শেষে সিংগা হাটের ভেতরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
গণসংযোগ কর্মসূচিতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের পরিচিত ফরম ও পুস্তিকা বিতরণ করা হয়।
কর্মসূচিতে সমমনা রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী- দোকানদার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে দাওয়াত দেওয়ার পাশাপাশি ভিন্ন ধর্মাম্বলীর মানুষের মাঝে ব্যাপক দাওয়াতি কাজ করা হয়।
দাওয়াতি কর্মসূচির অংশ হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও থানা স্টাফদের মাঝে দাওয়াতি কাজ করা হয়। দাওয়াতি গণসংযোগ কার্যক্রমের সময় হ্যান্ডমাইকে জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য ছাড়াও ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচি ঘোষণা করা হয়। এতে করে এই কর্মসূচিতে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমীর নুর আলম, সেক্রেটারি শাহিনুর ইসলাম, জামায়াত নেতা রফিকুল ইসলাম, খায়রুল বারী তুহিন, ইঞ্জিনিয়ার সবুজ, মাসুদ রানা, গোলাম মোস্তফা, কোরবান আলী, লুৎফর রহমান ও ছাত্রশিবির সভাপতি মহিউদ্দিন প্রমুখ।