চাঁদাবাজ ধরার সামর্থ্য যাদের নাই, তারা নির্বাচন আয়োজন কীভাবে করবে : শফিকুল ইসলাম মাসুদ
প্রকাশ | ২০ এপ্রিল ২০২৫, ১৪:৫১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১৪:৫২

চাঁদাবাজ ধরার সামর্থ্য যাদের নাই, তারা নির্বাচন আয়োজন কীভাবে করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমি নির্বাচন নিয়ে আশঙ্কাগ্রস্থ, যে এখনো নির্বাচনের কোন প্লাটফর্ম তৈরি হয় নাই। আমি ওসির সাথে কথা বললে বলে যে ভাই, আমাদের সেই শক্তি নাই যে কেউ চাঁদাবাজি বা লুটতরাজ করছে তাদেরকে গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসব।
তাদের জিজ্ঞেস করেছি কেন পারবেন না, বললেন যে সেখানে রাজনৈতিক দলের যে প্রভাব আছে এটা মোকাবিলা করার ক্ষমতা আমাদের নাই।
তিনি আরো বলেন, চাঁদাবাজকে ধরার ক্ষমতা যাদের নাই, তারা একটা সেন্টার পাহারা দিয়ে, সেই সেন্টারকে নিরাপদ করে জনগণের ভোটের নিশ্চয়তা দিতে পারবে এই কথা আমাকে কেন বিশ্বাস করতে হবে।
দলীয় কোন্দলে এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছে তাদের ৫ই আগস্টের পরে।
তাহলে সেই জায়গায় যখন নির্বাচন হবে, আমিতো বলি শুধু বিএনপি ও জামায়াত না, বিএনপি বিএনপিই সেদিন নির্বাচনে কি অবস্থা হবে সেইটা কন্ট্রোল করার মত পরিস্থিতি আমাদের হাতে এসেছে কিনা সেটা বিবেচনায় নেয়াটা খুব জরুরি নির্বাচনের পরিস্থিতি সৃষ্টির জন্য।
যাযাদি/ এস