জামায়াতে ইসলামীসহ অন্যান্য মৌলবাদী দলের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। প্রয়োজনে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এমন মন্তব্য করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
রোববার (২৩ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা এলাকায় আয়োজিত শ্রমিক দল, কৃষক দল ও গরিব মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার খোকন বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে মানুষ হত্যা করার জন্য। এমন কোনও জেলা-উপজেলা, থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা করা হয়নি। তাই দেশের জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ থাকবে কী, থাকবে না।’
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না, তো আপনারা চান কি? আপনারা চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার মতো বিনাভোটে ক্ষমতায় থাকুক আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করবেন। এ সুযোগ দেশের জনগণ দেবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করা জন্য এবং সরকার গঠনের জন্য।’
যাযাদি/ এম