হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: আমানউল্লাহ
প্রকাশ | ২৮ নভেম্বর ২০২৪, ১৫:২৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১৫:২৯
'শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের দোসররা’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ নবীন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা থেমে নাই।
শেখ হাসিনা পালিয়ে গেছে বলেই মনে করবেন না যে সব স্বৈরাচাররা, ফ্যাসিবাদের দোসররা পালিয়ে গেছে; না, আছে তারা। দেশে নানা রকম গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে, নানা রকম বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে। আপনাদের হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে।
কোনো রকমের গুজব, কোনো রকমের বিভ্রান্তিতে যেন আমরা পা না দেই। আমান উল্লাহ আমান বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তে নতুন স্বাধীনতার পেয়েছে এ জাতি। একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তবর্তী সরকারকে সহযোগিতা করছি করতে চায় বিএনপি।
তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। যদি অর্ন্তবর্তীকালিন সরকারের কারণে নির্বাচন মুখ থুবড়ে পড়ে গণতন্ত্র তাহলে আগের মতো অবস্থা সৃষ্টি হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে যে সমস্যা আছে তার জট খুলে ঠিক করতে হবে। রাজনীতিতে জনগণের চেয়ে শক্তিশালী আর কেউ নেই মন্তব্য করে আমান উল্লাহ বলেন, আল্লাহর মেহেরবানীতে সেই জনগণের মধ্যে বিপুল জনপ্রিয়তা আছে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের, বিপুল জনপ্রিয়তা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। কাজেই আমাদের উচিত জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকা, তাদের কল্যাণের জন্য কাজ করা। এবং কেরানীগঞ্জ হবে বাংলাদেশের মডেল শহর এবং কেরানীগঞ্জের ছেলেমেয়েরা গরম ভাত খেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আগামীতে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরে আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মতিউর রহমান, অধ্যাপক আব্দুর রাজ্জাক, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি সহসভাপতি নাজিম উদ্দিন, হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলামিন টুলু, কেরানীগঞ্জ মডেল থানা জাসাসের আহ্বায়ক শাফায়াত হোসেন ও কেরানীগঞ্জ মডেল থানা মহিলা দলের সাধারণ সম্পাদক নিলুফা আক্তার প্রমুখ।
যাযাদি/ এআর