চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মিছিলের চেষ্টা আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ১৪:৩০

চট্টগ্রাম ব্যুরো
ছবি : যায়যায়দিন

চট্টগ্রাম নগরী থেকে আওয়ামী-যুবলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বী সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে তারা মিছিল করার জন্য সংগঠিত হয়েছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন- চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ (৪৮), সাংগঠনিক সম্পাদক শহীদ উদ্দিন খান (৪৮), মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন উল্লাহ (৪৪), ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা (৪২), সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম (৩৪) এবং আব্দুর রহিম (৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা। তারা বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাবের আহম্মেদের বাড়িতে অবস্থান করছিলেন।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গ্রেপ্তারকৃতরা একটি মিছিল আয়োজন করে। আমরা খবর পেয়ে সাথে সাথে তাদের গ্রেপ্তার করি। মিছিলের আড়ালে আওয়ামী লীগের লোকজনদের সংগঠিত করছিলো তারা।

বাবুল আজাদ বলেন, তারা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং মিরসরাই থেকে এসে দীর্ঘদিন ধরে এই এলাকায় অবস্থান করছিলো। আমরা তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। মিছিলের নামে তারা সহিংসতা করার পাঁয়তারা করছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

যাযাদি/ এস