স্বৈরাচার পালিয়ে গেছে, তবে তার লেজ রয়ে গেছে: তারেক রহমান

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ১৯:২৮

সিলেট অফিস
ছবি : যায়যায়দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে যেকোনো মূল্যে গণতান্ত্রিক ধারাবাহিকতা চালু রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে গেছে, তবে তার লেজ রয়ে গেছে। তারা এখন বদমাইশী করছে।

তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, গত কয়েকদিনের পত্রিকা দেখলে বোঝা যায়, কোথাও একটা কিছু হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে বিগত জুলাই আগস্টে দেড় হাজারের বেশি মানুষের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, স্বৈরাচার, হাজার কোটি টাকা লুটপাটকারীরা গণতন্ত্রে বিশ্বসী ছিলো না বলে, তাদের রাতে ভোট করতে হয়েছে। তিনি বলেন, ওই সময়ে কোনো জবাবদিহি ছিলো না। আমাদের জবাবদিহি সৃষ্টি করতে হবে।

সিলেটে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌছের সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০টা থেকে সিলেটের শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এ কর্মশালা চলে বিকেল ৫টা পর্যন্ত। সিলেট বিভাগের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে করা কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল। প্রশিক্ষণ টিমে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক এমপি রেহেনা আক্তার বানু।

সিলেটে প্রথমবারের মতো আয়োজিত কর্মশালা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ছিলো ব্যাপার উৎসাহ উদ্দীপনা। সকাল থেকে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জড়ো হতে থাকে নেতাকর্মীরা।

কর্মশালায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, এমন কর্মশালা রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ সম্পর্কে নেতাকর্মীদের আরও ভালো করে অবহিত করবে। এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নেতাকর্মীরা প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সম্পর্ক আরও উন্নতি করবে। জনসাধারণের কাছাকাছি থেকে কাজ করার সুযোগ পাবে।

যাযাদি/ এম