শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

পল্লী বিদ্যুতে কর্মকর্তা কর্মচারীদের বৈষম্য দূর করার আহ্বান হেফাজতের

যাযাদি ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ২০:১৪
ছবি: সংগৃহীত

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুত সমিতিকে একত্রীকরণের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বৈষম্যহীন বিদ্যুৎ সেবা প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী সরকার দেশের অধিকাংশ সেক্টর দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করে। আওয়ামী মাফিয়া সিন্ডিকেটের লুটপাটে চরমভাবে বিধ্বস্ত বিদ্যুৎ খাত। বিগত সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন শেখ হাসিনা নিজে। নসরুল হামিদ বিপুকে তিনি একনাগাড়ে এই মন্ত্রণালয়ে রেখেছেন শেখ পরিবারের লুটপাট অব্যাহত রাখতে। সেই অব্যবস্থাপনার ধারাবাহিকতা এখনও চলছে।

তিনি বলেন, ফ্যাসীবাদের পতনের পর নতুন এক সংকট হাজির হলো, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে। ইতিপূর্বে আমরা জানতে পারি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের আন্দোলন দমনের প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরো বলেন, “পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ওপর যে জুলুম করা হচ্ছে, তা আমরা কখনো মেনে নেব না এবং গ্রামীণ জনগণের সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, দেশের শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হলেও এখন মূল লক্ষ্য হওয়া উচিত টেকসই ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এর জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কার জরুরি। বর্তমানে, আরইবি-পবিস রিফর্ম আন্দোলন চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা, কিন্তু এরই মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত ও ১৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে, ১৬ জনকে রিমান্ড দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে। যা সরকার বিরোধী আন্দোলন হিসেবে প্রচার করার অপচেষ্টা করা হচ্ছে। এই ধরনের দমন-পীড়নমূলক ব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনের মতোই অমানবিক ও অসঙ্গতিপূর্ণ। পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের ক্ষমতার অপব্যবহার করে মাঠ পর্যায়ে কর্মরত ৪৫ হাজার কর্মীর মধ্যে বৈষম্য সৃষ্টি করছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশ সবসময়ই জুলুমের বিরুদ্ধে এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে, এবং আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের আন্দোলন দমনের প্রতিবাদ জানাচ্ছি। গ্রামীণ জনগণের বৈষম্যহীন বিদ্যুৎ সেবা প্রাপ্তির অধিকার আদায়ে অবিলম্বে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে