আলোচিত আওয়ামী লীগ নেতা শাহজাহান ওমর ঝালকাঠিতে গ্রেফতার,কারাগারে প্রেরন মো: নজরুল ইসলাম,ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুর থানায় গ্রেফতার হয়েছে বহুল সমালোচিত ব্যারিস্টার শাহজাহান ওমর।
বৃহস্পতিবার সকালে তাকে কাঠালিয়া থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ওরমরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে শাহজাহান ওমরের রাজাপুরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষুদ্ব জনতা।
তখন তিনি বাসায় ছিলেন না। বৃহস্পতিবার সকালে শাহজাহান ওমর বরিশাল থেকে সড়ক পথে রাজাপুর যাওয়ার সময় বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের পিংরি নামক স্থানে তার গাড়িবহরে হামলা করে গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধরা।
এই ঘটনার পর শাহজাহান ওমর বিএনপির নেতা কর্মীদের নামে অভিযোগ জানাতে রাজাপুর থানায় গেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শাহজাহান ওমরকে ঝালকাঠি আতালতে হাজির করা হলে আদালতের বিচারক আফরোজা বিনতে শহিদ তাকে জেল হাজতে পাঠিয়েছে। এসময় আদালত চত্বরে বিপুল সংখ্যক উৎসুক জনতা এবং বিএনপির নেতা কর্মীরা আদালত চত্বরে ভীর জমায়। ওমরকে বহনকরা পুলিশের গাড়িকে লক্ষ করে ডিম এবং জুতা নিক্ষেপ করেছে অনেকে। জানা গেছে, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও নব্য আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হওয়া ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম রাজাপুরে বৃহস্পতিবার সফর করবেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, সাবেক এমপি ব্যরিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার করা হয়েছে। তার নামে কাঠালিয়ায় একটি নিয়মিত মামলা রয়েছে। শাহজাহান ওমরের ভাগ্নে রফিকুল ইসলাম দুলাল বলেন, 'শাহজাহান ওমরের বাড়ি ও গাড়ি ভাংচুর করার ঘটনায় সে থানায় গেলে তাৎক্ষনিক পার্শবর্তী কাঠালিয়া থানায় মামলা বসিয়ে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
যাযাদি/ এস