আ.লীগ নেতা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল গ্রেফতার

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৩০

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মো. কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা বলেন, রাতে উত্তরা থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা আছে। গ্রেফতারের পর তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে প্রায় দেড় হাজার মানুষ নিহত হন। এসব হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে প্রধানত দায়ী করা হয়। গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটির শতাধিক কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরা কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ দেশেই আত্মগোপনে আছেন। কামরুল ইসলামও গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। 

যাযাদি/ এস