বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. কাজল মিয়ার (২৭) শারীরিক খোঁজ খবর নিতে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
এসময় তিনি দায়িত্বরত চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে কাজলের শারীরিক খোঁজ খবর নেন। কাজলের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই হাসপাতালে কাজল সহ আহত ৩জন চিকিৎসাধীন রয়েছেন।
মো. নূরুল ইসলাম বুলবুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় দুজনের মাঝে বিভিন্ন পারস্পরিক বিষয়ে আলোচনা হয়। নূরুল ইসলাম বুলবুল ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল কর্তৃপক্ষের আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের বিষয়ে জানতে চাইলে, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ জানান, কাজলের শারীরিক যে অবস্থা তাকে সাধারন বিমানে বিদেশে প্রেরন করা যাবে না। কাজলের জন্য এয়ার এম্বুলেন্স চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় এবিষয়ে সিদ্ধান্ত দিলে তাৎক্ষণিক কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হবে। এসময় নূরুল ইসলাম বুলবুল উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টার প্রতি দাবি জানিয়ে বলেন, অন্তবর্তীকালীন সরকারের সকল কাজের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে আহতদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। জনগণ চায় জুলাই-আগস্ট বিপ্লবের জাতীয় বীরদের উন্নত চিকিৎসা প্রদান করা হোক।
পরে মো. নূরুল ইসলাম বুলবুল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কনফারেন্স রুমে উপস্থিত চিকিৎসক, আন্দোলনে আহতদের পরিবারের সদস্য ও সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এসময় নূরুল ইসলাম বুলবুল বলেন, অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে সেটি কালবিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে শেষ করে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে হবে। সরকারের এই যৌক্তিক সময়ের মধ্যে পরাজিত শক্তি ও তাদের দোসররা ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
মতবিনিময় অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. আফজাল মমিন, সহকারী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মনিরুল ইসলাম, ডা. মুনাদি আল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সহ-দফতর সম্পাদক ও সমন্বয়ক আবদুস সাত্তার সুমন, রমনা থানা আমীর আতিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, আহত কাজলের ভাই রুবেল হাসান সহ আহতদের পরিবারের সদস্য ও মহানগরীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এম