শান্ত রাজধানীর জিরো পয়েন্ট, দেখা মিলেনি আ.লীগ নেতাকর্মীদের
প্রকাশ | ১০ নভেম্বর ২০২৪, ০৯:১২ | আপডেট: ১০ নভেম্বর ২০২৪, ০৯:২১
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের জমায়েত হওয়ার ডাককে কেন্দ্র করে জিরো পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বৃদ্ধি করা হয়েছে গোয়েন্দা নজরদারি। দলটির রোববারের এ কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
তবে রোববার সকালে দেখা গেছে জিরো পয়েন্টসহ পুরো এলাকা শান্ত। কোথাও আ.লীগের কোনো নেতাকর্মীর দেখা মিলেনি। তবে নুর হোসেন চত্বরে অনেক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আজ রোববার (১০ নভেম্বর) সকালেও অবস্থান করছেন ছাত্র-জনতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে তারা গতকাল রাত থেকেই জড়ো হয়ে বিক্ষোভ করছেন। সকাল থেকে এ জমায়েতে যোগ দিচ্ছেন আরও অনেকে।
শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতাকর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বিকাল ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।
এ বিষয়ে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের পর্যাপ্ত ফোর্স থাকবে।
এ কর্মসূচির বিষয়ে ডিএমপি’র গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, রোববার ঢাকা শহরের আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। শুধু জিরো পয়েন্ট না, ঢাকা শহরে আমাদের সবসময় যে নিরাপত্তা থাকে তা পর্যাপ্ত থাকবে।
তিনি বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহলের যে কোনো চক্রান্ত রুখে দিতে তৎপর রয়েছে ঢাকা মহানগর পুলিশ।
উত্তেজনাকর পরিস্থিতিতে শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেছেন। বৈঠকে ঢাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গোয়েন্দা পুলিশের করণীয় নির্ধারণ করা হয়েছে।
ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। কোনো রকম নাশকতা বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ এলাকা থাকবে পুরো ঢাকা শহর।
অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড প্রোফাইলে করা পোস্টে রোববার গণজমায়েতের ডাক দিয়ে লিখেছেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
তাদের এই কর্মসূচি ঘোষণার পরপরই রাতে গুলিস্তানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তাদের কারো কারো হাতে লাঠিসোঁটাও দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা জানান, তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে এসেছেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর এখনও দলটি সফলভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। এর আগে ১৫ আগস্ট, জেল হত্যা দিবসের মতো দিনগুলো নেতাকর্মীদের পালনের আহ্বান জানালেও তাতে খুব একটা সাড়া মেলেনি।
যাযাদি/ এস