বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ড. আসিফ নজরুলকে হেনস্তা করেছেন যারা

যাযাদি ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৪, ১৪:০৩
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে হেনস্তার চেষ্টা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সেই হেনস্তাকারীদের মধ্যে আওয়ামী লীগের সুইজারল্যান্ড শাখার সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান ছিল বলে জানা গেছে।

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডি এবং সংস্থাটির গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশে ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের গাড়িতে করে আসিফ নজরুল জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রটোকল ছিল আইন উপদেষ্টার সঙ্গে।

সূত্র জানিয়েছে, উপদেষ্টা গাড়ি থেকে বিমানবন্দরে নামার পর কয়েকজন লোক এসে তাকে ঘিরে ধরেন। জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত উপদেষ্টাকে বিরক্ত করেন তারা। তারা আওয়ামী লীগের কর্মী বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে। তখন তারা জয়বাংলা, জয়বন্ধু শ্লোগান দেয়।

উল্লেখ্য, উপদেষ্টা আসিফ নজরুল আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির মিটিং যোগ দিতে জেনেভা যান। আইএলওতে বাংলাদেশের দুটি মামলা চলছে। সে জন্য উপদেষ্টা সেখানে গিয়েছেন। তিনি আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। আসিফ নজরুলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে