কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় পার্টি (জাপা)। শনিবারের সমাবেশ ও বিক্ষোভ স্থগিত করেছে দলটি। শুক্রবার (১ নভেম্বর) রাতে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।
জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, কাকরাইলসহ পাশ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় পার্টির পরবর্তী কর্মসূচি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, দুপুরে বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদের এক জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, যেকোনো মূল্যে শনিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করবেন।
এদিকে, রাজধানীর কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করে এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
যাযাদি/ এসএম