সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

টঙ্গী মডেল থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২৪, ১৪:৪৩
টঙ্গী মডেল থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

উত্তম চরিত্র, মানব সেবা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে যোগ্যতা অর্জনের বিকল্প নেই। এজন্য ব্যাপক পড়াশুনো করতে হবে। আমাদের এখন বেশি দরকার আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন। এজন্য রাত জেগে বেশি বেশি নফল ইবাদত ও অধ্যায়নে মনোনিবেশ করতে হবে। পথহারা মানুষের মুক্তির লক্ষ্যে দাওয়াতী কাজ বৃদ্ধি করতে হবে। সমাজ এবং রাষ্ট্রের সর্বপর্যায়ে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

শুক্রবার টঙ্গী তামিরুল মিল্লাত মাদরাসার অডিটোরিয়ামে গাজীপুর মহানগরীর টঙ্গী সাংগঠনিক মডেল থানা জামায়াতের ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুহাম্মদ মুয়াযযম হোসাইন হেলাল।

গাজীপুর মহানগর জামায়াতের শুরা সদস্য ও টঙ্গী সাংগঠনিক মডেল থানা আমীর মোঃ নেয়ামত উল্লাহ শাকেরের সভাপতিত্বে ও মোঃ মাহফুজুর রহমানের পরিচালনায় উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাঃ জামাল উদদীন।

ইউনিট প্রতিনিধি সম্মেলনে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ হোসেন আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসেন, আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, মাওলানা মোঃ নুরুল আমিন, থানা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর ফারুক, মোঃ আব্দুল করিম আনসারী, মাওলানা সফিকুল ইসলাম, মাওলানা নাজমুল হকসহ টঙ্গী সাংগঠনিক মডেল থানার কর্ম পরিষদ সদস্য ও বিভিন্ন ওয়ার্ড সভাপতিগন। উক্ত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রায় সহস্রাধিক ইউনিট প্রতিনিধি অংশ নিয়েছেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে