ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী আটক

প্রকাশ | ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০৯:২৩

যাযাদি ডেস্ক
ছবি : যায়যায়দিন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভূমি মন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্রকে আটক করেছে ৫৮ বিজিবি। রোববার রাত ১০ টার দিকে সীমান্তের ভবনগর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। সেসময় তার সাথে একজন নারী ও দুইজন পুরুষ ছিলেন। 

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, রাতে সীমান্ত এলাকায় বিজিবি’র টহল চলছিল। সেসময় কয়েকজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছে এমন তথ্য আসে। এমন তথ্যের ভিত্তিতে সীমান্তের খুব নিকটে শ্রীনাথপুর বিওপি সংলগ্ন শ্যামকুড় ইউনিয়নের ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে সীমান্ত পিলার ৬১ এর নিকট শুণ্যরেখার প্রায় কাছাকাছি অভিযান চারিয়ে তাদের আটক করা হয়।   

তিনি আরো জানান, নারায়ন চন্দ্রকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে থাকা অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে কোন মামলা আছে কি না এটাও খোজ নেওয়া হচ্ছে। সীমান্তে সব সময় অবৈধ পাচার রোধে সতর্ক অবস্থানে আছে বিজিবি বলে যোগ করেন তিনি।

যাযাদি/ এস