নোয়াখালীতে জামায়াত কর্মীদের পূজা উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার নির্দেশ 

প্রকাশ | ০২ অক্টোবর ২০২৪, ০৯:৪০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
ছবি : যায়যায়দিন

নোয়াখালীতে জামায়াত কর্মীদেরকে হিন্দুদের আসন্ন দূর্গাপূজা উদযাপনে সর্বোচ্চ সহযোগিতার নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ইসহাক খন্দকার এ নির্দেশনা দেন।

জেলা কার্যালয়ে জেলা কর্মপরিষদের এ বৈঠক জেলা আমীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ইসহাক খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহাম্মদ, সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিকসহ কর্মপরিষদের সকল সদস্যবৃন্দ।

জেলা আমীর ইসহাক খন্দকার বলেন, হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গাপূজা উপলক্ষে কোনো দুষ্কৃতিকারী যেনো কোন প্রকার অশুভ তৎপরতার মাধ্যমে আমাদের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে সহযোগিতামূলক তৎপরতা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন তিনি।

যাযাদি/ এস