শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১

জামায়াতে ইসলামী এদেশে ভেসে আসেনি : চন্দনাইশে বক্তারা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩০
ছবি : যায়যায়দিন

চট্টগ্রামের চন্দনাইশে দীর্ঘদিন পর জামায়াতের ইসলামী বাংলাদেশ চন্দনাইশ পৌরসভার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর ) সকাল সাড়ে আটটায় উপজেলার গাছবাড়ীয়া সরকারি মাধ্যমিক মডেল বিদ‍্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা জামায়াতের সভাপতি কাজী মৌলানা কুতুব উদ্দিন। মাওলানা নাজিম উদ্দীন ও ইন্জিনিয়ার নুরুল কাদের এর যৌথ সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী । দরসে কোরআন পেশ করেন চট্টগ্রাম দক্ষিন জেলা জামাতের শিক্ষা ও গবেষনা সম্পাদক অধ‍্যাপক আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দনাইশ পৌরসভার আমির মাওলানা আইয়ুব আলী, চন্দনাইশ পৌরসভার সেক্রেটারী মওলানা কুতুব উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মওলানা আরিফুর রশিদ, আব্দুল খালেক নেজামী, চন্দনাইশ উপজেলা শাখার শিবির সভাপতি হাবিবুল্লাহ ফয়সাল, প্রফেসর আজম খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা শফিউল ইসলাম, আব্দুল মান্নান, হারুনুর রশিদ, জমির আদনান, মোজাফফর আহমদ, আবদুর রহিম, ব্যাংকার ইব্রাহিম খলিল, কমর উদ্দিন সিকদার প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা বলেন, ১৯৮১ সালের পরে প্রথমবারের মতো এভাবে মুক্তভাবে আমরা কর্মী সম্মেলন করতে পেরে আল্লাহ্ র দরবারে শুকরিয়া আদায় করছি।

বক্তারা আরো বলেন, জামায়াতের ইসলামী এদেশে ভেসে আসে নাই এ সংগঠনকে ধ্বংস করার সকল অপচেষ্টা আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রতিহত করা হবে। এদেশের শ্রেষ্ট লোকেরাই জামায়াত করে এবং শ্রেষ্ট ছাত্ররাই ইসলামী ছাত্র শিবির করে। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিগত ১৭ বছরে নির্যাতিত, আহতদের সুস্থতা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে