মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১

পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫
ছবি : যায়যায়দিন

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া নামক স্থানে সীমান্ত এলাকায় ঘোরাফেরার সময় ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে বিজিবি।

গ্রেপ্তারকৃত ওই আওয়ামী লীগ নেতার নাম জহিরুল ইসলাম ওরফে জহির (৪৫)।

তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে টুটুলের চাচাতো ভাই। জহিরুল ইসলাম কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, রবিবার রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ কাজিয়াতলী বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ২০২৯/এম হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুতারমোড়া নামক স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই আওয়ামী লীগ নেতা। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে