ব্যারিস্টার রাজ্জাকের এবি পার্টি থেকে পদত্যাগ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৫

যাযাদি ডেস্ক
ছবি সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি দলটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে জামায়াত থেকে পদত্যাগ করে তিনি এবি পার্টিতে যোগ দিয়েছিলেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) লন্ডন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

বার্তায় ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, ‘এবি পার্টির সাথে কিছু ক্ষেত্রে মতপার্থক্য তৈরি হয়েছে। এজন্য আমি আর দলটির প্রধান উপদেষ্টা নই।’

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে ব্রিটেনে অবস্থান করছেন। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ব্যারিস্টার রাজ্জাক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। দলটির আইনি এবং আন্তর্জাতিক বিষয় দেখভাল করতেন।

যাযাদি/ এস