বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি : ছাত্রশিবির সেক্রেটারি 

যাযাদি ডেস্ক
  ২১ আগস্ট ২০২৪, ২১:১০
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চলমান এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করেছে সরকার। সরকারের এই সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।

বুধবার (২১ আগস্ট) ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের অফিসিয়াল পেইজে একটি স্ট্যাটাস দিয়ে এই দাবি করেছেন।

এটা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদসহ আরও কিছু স্টেইকহোল্ডারদের সাথে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারলে ভালো হতো।

সম্প্রতি লক্ষণীয় একটি বিষয়, কথায় কথায় একটা ‘দাবি গ্রুপ’ তৈরি হয়ে যাচ্ছে। সকল দাবির প্রতি সম্মান রেখেই বলছি, যেকোনো কমিউনিটিতে মেজোরিটি কী ভাবছে, তা চিন্তা না করে ‘দাবি গ্রুপের’ সব কথা আমলে নেওয়াটা যৌক্তিক মনে করি না।

সবকিছুতেই তাড়াহুড়া ও অস্থিরতা বাদ দিতে হবে। জাতীয় ইস্যুতে অধিকাংশের মতামত, চিন্তাশীলতা ও বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানাই।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে