রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

পুলিশ সদস্যকে কামড়ে দেওয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

রাজশাহী অফিস
  ২৫ জুলাই ২০২৪, ২২:৩৭
আপডেট  : ২৫ জুলাই ২০২৪, ২২:৪৬
ছবি : যায়যায়দিন

রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার একটি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, গত ২২ জুলাই রাত সাড়ে ৮ টার দিকে মোহনপুর বাজারে উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান হাবিবা বেগম এর সাথে মোহনপুর থানার নারী পুলিশ সদস্য (কনস্টেবল) শান্তনা মহন্ত ও সাথী রাণী শীল -এর কথাকাটাকাটির এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এসময় নারী পুলিশ সদস্য শান্তনা মহন্তকে কামড়ে আহত করে মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম। এছাড়াও সাথী রাণীকে মারধর করে তিনি। পরে দুই নারী পুলিশকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় হাবিবা বেগমের বিরুদ্ধে থানায় মামলা করে শান্তনা মহন্ত। এ মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে