শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কোটাবিরোধী আন্দোলনে সংহতি জানাবে বিএনপি

যাযাদি ডেস্ক
  ০৬ জুলাই ২০২৪, ১০:২০
লোগো

সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাবে বিএনপি।

এ বিষয়ে দলের অবস্থান জানাতে আজ শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভা হয়। বৈঠকে কোটাবিরোধী আন্দোলন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানানোর সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে। এছাড়া দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। এছাড়া দুর্নীতিবিরোধী ও চুক্তি-সমঝোতার প্রতিবাদে কর্মসূচি পালনের ভাবনা আছে দলে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে