শ্রীপুরে বিএনপির প্রস্তুতি বৈঠক শেষে আটক ৫

প্রকাশ | ২৮ জুন ২০২৪, ১৯:১৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে পল্টনের সভায় যোগদান উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে অনুষ্ঠিত পরামর্শ ও প্রস্তুতি বৈঠক থেকে ৫ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। তবে, বয়স বিবেচনায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিকে রাস্তায় রেখে আসা হয়েছে। 

শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকায়  বিএনপি নেতা আবুল কালাম আজাদের বাড়ী সংলগ্ন কাঁচাবাজার শেটে আয়োজন করা হয় এ প্রস্তুতি বৈঠক।

বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে ওই স্থানে আগামীকাল শনিবার ঢাকার প্রোগ্রামে যাওয়ার প্রস্তুতি ও পরামর্শ বৈঠক শুরু হয়। এসময় বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডঃ রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
কোনো রকম ব্যানার ছাড়াই ঘরোয়া পরিবেশে ১ঘন্টা আলোচনা শেষে সভার মুলতবি হলে যার যার বাড়িতে চলে যেতে রাস্তায় বের হন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সভা করা হয়েছে এমন কারন দেখিয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল উপস্থিত হন সেখানে। এসময় সেখান থেকে শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারফ আহমেদ, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল বেপারি,পৌর ৮নং ওয়ার্ড বিএনপির নেতা আরিফুল ইসলাম ও তেলিহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য আবু বকর সিদ্দিককে আটক করে পুলিশ। পরে বয়স বিবেচনায় রাস্তায় ছেড়ে দেওয়া হয় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদকে। 

নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থল থেকে আটকের মুহূর্তে দায়িত্ব পালনকারী পুলিশ বলেন,'৪জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। একজন বয়স্ক মানুষ ছিলেন এবং তিনি অসুস্থতার কথা বলেছিলেন বিধায় মানবিক বিবেচনায় তাকে রেখে আসা হয়েছে। সেখানে অনৈতিক কোনো বিষয় ছিলনা।,

এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারি বলেন,'আমরা ঘরোয়া পরিবেশে মিলিত হয়েছিলাম। কোনো সভা নয়। পরামর্শ শেষ করে ফেলেছি। বাইরে পুলিশ তাদেরকে আটক করেছে। মোট ৫জন আটক করা হলেও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বয়স্ক মানুষ। প্রচন্ড গরমে কষ্ট হচ্ছিল বিধায় পুলিশকে ছেড়ে দিতে বললে উনাকে ছেড়ে দেয়। অন্যান্যদের থানায় নিয়ে গেছে।'

আটকের পর ছাড়া পাওয়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ বলেন,' প্রস্তুতি সভায় যে যার মতো করে আগামীকালের পল্টনের সভায় উপস্থিত হবে এমন সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আমাকেসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে ছেড়ে দিছে। আর যাদেরকে থানায় নেওয়া হয়েছে সবার নামেই একাধিক মামলা আছে। আমার নামেও মামলা আছে কিন্তু সেগুলো থেকে আমি জামিনে আছি।'

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান যায়যায়দিনকে বলেন,' তাদেরকে কোনো সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয়নি। তারা বিভিন্ন মামলায় আসামী। মামলার আসামি হিসেবে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তারা কোন দলের, তা বড় বিষয় নয়। তিনি বলেন, মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।'

উল্লেখ্য, শনিবার (২৯ জুন) ঢাকা পল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন বিএনপির উদ্যোগে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় সারাদেশের বিএনপির নেতাকর্মীদের যোগ দিতে কেন্দ্রীয় ভাবে নির্দেশনা রয়েছে।

যাযাদি/ এসএম