শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্থানে দোয়া  

যাযাদি ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ২০:২৯
আপডেট  : ২৬ জুন ২০২৪, ২০:৩২
ছবি-যায়যায়দিন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা রাজধানীর বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার নয়াপল্টনে ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রেললাইনের চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে। এসব চুক্তি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাবে।

ছাত্রদলের সভাপতি রাকবিুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালা উদ্দিন টুকু প্রমুখ।

এদিকে মুক্তিযোদ্ধা দল দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য বেলাল উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে