দেবিদ্বারে বিপুল ভোটে বিজয়ী যুবলীগ নেতা মামুনুর রশিদ   

প্রকাশ | ৩০ মে ২০২৪, ১৩:৩৬

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ছবি-যায়যায়দিন

কুমিল্লার আওয়ামী লীগ নেতার স্ত্রীকে হারিয়ে চেয়ারম্যান হলেন যুবলীগ নেতা দেবিদ্বারে  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের  স্ত্রী শাহিদা আক্তার ( ঘোড়া প্রতিক)'কে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মো. মামুনুর রশিদ (আনারস প্রতিক)। নব- নিবাচিত  মামুনুর রশিদ কুমিল্লা- ৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ এমপির ছোট ভাই। 

গতকাল বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহন শেষে রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু করেন উপজেলা রিটার্নিং অফিসার মো. ফারুক হোসেন। 

প্রাপ্ত ফলাফলে আনারস প্রতীকে মো.মামুনুর রশিদ মোট ৯২হাজার ৫২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসা.শাহিদা আক্তার ঘোড়া প্রতীকে মোট ৩৪ হাজার ৪৮০ ভোট পেয়েছেন। 

এদিকে ভাইস চেয়ারম্যান পদে মো.আবদুল্লাহ আল কাইয়ুম টিউবওয়েল প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ২ হাজার ৪২৪ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এটিএম সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ১২হাজার ১১১ ভোট। 

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহিনুর লিপি ফুটবল প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮৭ হাজার ২৯৯ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম প্রজাপ্রতি প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৯৯৯ ভোট।       

নবনির্বাচিত বিজয়ী চেয়ারম্যান মো.মামুনুর রশিদ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,  সকল পেশার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তাই সকলের সাবিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি কাজ করবো।

 এদিকে দেবিদ্বার নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, বুধবার ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। দেবিদ্বার উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৭৪৬। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৪.২৭%।

যাযাদি/ এস