এমপি নিজাম হাজারীর চেয়ে তার স্ত্রীর আয় বেশি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৯

ফেনী প্রতিনিধি

দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী  নিজাম উদ্দিন হাজারীর নামে ৩০ ভরি , আর স্ত্রীর নামে রয়েছে ১০০ ভরি স্বর্ণালংকার। বছরে মৎস্য খামার থেকে আয় এক কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা।

ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন নিজাম উদ্দিন  হাজারী এমপি। 

এসবের পাশাপাশি অস্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে ১০ কোটি টাকা ও স্ত্রীর নামে ১৯ কোটি টাকা রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

 সূত্রে আরও জানা গেছে, নিজ নামে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা মূল্যের কৃষিজমি ও ৩০ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে নিজাম হাজারীর। স্ত্রীর নামে বাৎসরিক আয় দুই কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।

ফেনী-২ আসনে (সদর) ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে আট জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নিজাম উদ্দিন হাজারী, জাতীয় পার্টির খন্দকার নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির আমজাদ হোসেন সবুজ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের নুরুল ইসলাম ভূঁইয়া, ইসলামী ফ্রন্টের মাওলানা নুরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ হোসেন ও খেলাফত আন্দোলনের আবুল হোসেন ও জাকের পার্টির নজরুল ইসলাম।

যাযাদি/ এস