শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
যুদ্ধবিরতির ঘোষণায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস

যাযাদি ডেস্ক

  ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪২

ইসরায়েল এবং হামাসের মধ্যে ১৫ মাসের যুদ্ধের পর অবশেষে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি কারাবন্দিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি চুক্তির খবর ছড়িয়ে পড়ার পর গাজায় আনন্দ-উল্লাসে মেতে ওঠে ফিলিস্তিনিরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল–থানি যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নিশ্চিত করেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তি ১৯ জানুয়ারি, রোববার থেকে কার্যকর হবে।

যুদ্ধবিরতির ঘোষণার খবরে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন

যুদ্ধবিরতির ঘোষণার খবরে হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন


উপরে