মাসুদ সাঈদীর উক্তি: জীবনের পথে চলার দর্শন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০২৪, ২০:১৭

মাসুদ সাঈদী
ছবি : মাসুদ সাঈদী

জীবনের এক মুহূর্তকেও যদি অবকাশের জন্যে ছেড়ে দেন, তবে ঐ মুহূর্ত থেকেই আপনি সরল পথ থেকে বিচ্যুত হতে শুরু করবেন।  

আপনি যদি সুখী হতে চান, তবে যতটুকু সম্ভব দুঃখ ও কষ্টকে স্বীকার করুন। এইভাবে আপনি সুখের প্রকৃত পথ খুঁজে পাবেন, এবং আপনার চেয়ে আর কেউ সুখী হবে না।  

যদি আপনি সুন্দর হতে চান, তবে নিজের সৌন্দর্যের দিকে না তাকিয়ে, নিজের মধ্যে আত্মবিশ্বাস ও মাধুর্য খুঁজুন। এভাবে আপনি দেখতে পাবেন, আপনার চেয়ে আর কেউ সুন্দর নয়।  

আপনি যদি সৎ-চরিত্রবান হতে চান, তবে যতটা সম্ভব নিজের প্রবৃত্তি ও স্বার্থের ঊর্ধ্বে উঠুন। তখন আপনি সত্যিকার অর্থে সৎ-চরিত্রবান হতে পারবেন।  

আপনি যদি জ্ঞানী হতে চান, তবে আপনি যা জানেন, তা নিজে পালন করুন। এইভাবে আপনি বিশ্বের সবচেয়ে বড় জ্ঞানী হতে পারবেন।  

আপনি যদি গুণী হতে চান, তবে প্রকাশের চেয়ে নিজের সক্ষমতা ও দক্ষতা বাড়াতে মনোনিবেশ করুন। গুণী হতে গেলে কখনও প্রচারের চেয়ে গভীরতা ও প্রজ্ঞা বৃদ্ধি করুন।  

যাযাদি/ এম