শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

‘এটা উপদেষ্টাদের জন্য লজ্জার’

ড. ফয়জুল হক
  ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫৬
ফাইল ছবি

চিকিৎসার জন্য রাতভর জুলাই বিপ্লবের সাথীরা রাস্তায়। এটা উপদেষ্টাদের জন্য লজ্জার। এটা বাংলাদেশের জন্য অপমানের। আজ তারা অঙ্গ হারিয়ে দেশকে হাসিনার হাত থেকে মুক্ত করেছে।সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে।

তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। তাদের জন্য প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল উপদেষ্টাদের অফিস উম্মুক্ত থাকতে হবে। কত টাকা লাগবে চিকিৎসার জন্য? একটি পদ্মাসেতুর টাকা? একটি বাজেটের টাকা? কিংবা হাসিনার এমপি মন্ত্রীদের দুর্নীতির টাকা? এই সবগুলোই যদি দরকার হয় তাও এই সরকারকেই করতে হবে।

কারণ, এই সরকার দাড়িয়ে আছে জুলাই শহীদ ও আহতদের উপরে। আমি কোন ভাবেই চিকিৎসায় গাফিলতি কিংবা অবহেলা সহ্য করতে পারবোনা। তাদের জন্য যা যা করতে হয় সবই সরকারকে করতেই হবে।

শহীদ পরিবারকে চাকুরী দিতে হবে। আহতদেরকে চাকুরী এবং মাসিক ভাতা দিতে দিতে হবে। এগুলো না করে কোন ধরণের সংস্কারই কাজে আসবেনা। বরং সবকিছুই ভেস্তে যাবে।উপদেষ্টাদের যোগ্যতায় ঘাটতি থাকলে একলা চলো নীতি পরিহার করতে হবে।

নতুন যোগ্য মানুষদেরকে সংযুক্ত করতে হবে। মনে রাখবেন, আজ আহতদেরকেই রাস্তায় নামতে হলে একদিন আপনাদেরকেই গদি থেকে নেমে যেতে হবে। সময় থাকতে সাবধান হউন। লেখক : প্রবাসী, রাজনৈতিক ব্যক্তিত্ব

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে