তারেক রহমান: সংকটের মধ্য দিয়ে এগিয়ে চলা এক মানবিক নেতৃত্ব

প্রকাশ | ০৫ অক্টোবর ২০২৪, ১৯:৪২

এ কে এম রেজাউল করিম
ছবি : যায়যায়দিন

দেড় দশকের বেশি সময় ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে, সংকট ও শোককে সামাল দিয়েও এগিয়ে চলেছেন তারেক রহমান। ষড়যন্ত্র ও সমালোচনার শিকার হয়েও থেমে যাননি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জ্যেষ্ঠপুত্র হিসেবে রাজনীতিতে তার আবির্ভাব হলেও, দীর্ঘ সংগ্রামী পথচলা তাকে দিয়েছে স্বতন্ত্র এক পরিচিতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে তিনি দলটিকে খাদের কিনারা থেকে টেনে তুলেছেন, যা তাকে রাজনৈতিক অঙ্গনে অবিসংবাদিত নেতার আসনে প্রতিষ্ঠিত করেছে।

রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি তারেক রহমানের মানবিক কার্যক্রমও উল্লেখযোগ্য। যদিও তিনি সেবামূলক কাজকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন না, তবুও অসংখ্য অসহায়, বৃদ্ধ, এতিম, ও পঙ্গু ব্যক্তির সহায়তায় নিয়োজিত আছেন। বিএনপির নেতৃত্ব সামাল দিয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করা সহজ নয়, তবুও তারেক এই দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন।

বিএনপির বিভিন্ন নেতারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই আওয়ামী লীগের দমনমূলক আচরণ ও ষড়যন্ত্রের মুখে দল টিকে আছে। তার দৃঢ়তা ও দূরদর্শী নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ১৬ বছরের দীর্ঘ সংগ্রামের পর ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের পেছনেও তারেকের নেতৃত্ব রয়েছে।

তারেক রহমানের মানবিক কর্মকাণ্ড সম্পর্কে বিএনপির নেতারা বলেন, তিনি ২০০৫ সাল থেকে আর্তমানবতার সেবায় জড়িত। বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা, অসহায়দের সহায়তা, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা—এমন বহু কাজ তিনি নীরবে করে চলেছেন। তার তত্ত্বাবধানে বহু অসহায় পরিবার নতুন জীবন পেয়েছে, যা তার মানবিক ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করে।

তারেক রহমানের মানবিক কর্মকাণ্ড, দৃঢ় নেতৃত্ব ও মানুষের প্রতি অঙ্গীকার তাকে দেশের অন্যতম প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ রাজনীতিবিদে পরিণত করেছে।

লেখক : এ কে এম রেজাউল করিম
 চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র