"দেশ ও উন্নয়নের অগ্রযাত্রায় শারর্থী হউক আমার শিশুরা "

প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:২১

ফারহানা ইয়াসমিন শ্যামলী

উন্নয়নের স্বপ্ন দর্শনে আরেক ধাপ এগিয়ে গেলো আমার সোনামণিরা।শিশুর স্বপ্ন দর্শনে এখন শুধু বিশ্ব জয় করার আকাঙ্ক্ষা। 

শিশুর বৃদ্ধি বিকাশ ও শেখার ক্ষেত্রে তার চারপাশের পরিবেশ তথা সমাজ ও রাষ্ট্র ব্যাপক ভাবে প্রভাবিত করে।

একটি শিশু যখন প্রাথমিক বিদ্যালয়ের হাঁটি হাঁটি পা পা করে আসে, শিশু মনে তখন হাজারো প্রশ্ন উঁকি দিতে থাকে।দুচোখ ভরা কতই না স্বপ্ন! বিদ্যালয় হয় তা আপনা ভুবন।দৈনন্দিন শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতো করতে শিক্ষার্থীদের জানার ইচ্ছা ও জিজ্ঞাসা হয়ে দাঁড়িয়েছে আজ পদ্মাসেতু,মেট্রোরেল ও এলিভেট এক্সপ্রেসওয়ে।শিশুর সুকুমার বৃত্তিতে কতই স্বপ্ন আজ ভাসছে।শিশু আজ প্রাথমিক বিদ্যালয়ের খেলার ছলে শিখতে শিখতে আজ উন্নয়নের অগ্রযাত্রায় শারর্থী।


প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম উন্নয়নের অগ্রযাত্রাকে আরো এক ধাপ তরান্বিত করেছে।উন্নয়নের অগ্রযাত্রায় অন্যতম শারর্থী প্রত্যয়ন্ত অঞ্চলের প্রাইমারি স্কুল গুলোও।

উন্নয়নের ছোঁয়ায় দুর্বার গতিতে এগিয়ে যাক আমার গ্রামের স্কুলগুলো। উন্নত স্বপ্ন দর্শনে এগিয়ে যাউক আমার শিশুরা।


সহকারী শিক্ষক,  ১১নং জমির উদ্দিন মাদবর কান্দি সঃপ্রাঃবিঃ। নড়িয়া, শরীয়তপুর। 

যাযাদি/ এস