মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারও গুলি

যাযাদি ডেস্ক
  ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৮
চাঁদা না পেয়ে মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারও গুলি
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে শেরশাহ সুরী রোডে চাঁদা না পেয়ে আবারও সেই ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি করেছে সন্ত্রাসীরা।

এর আগে গত ২৪ মার্চ সন্ধ্যায় শের শাহ শুরী রোডে ৭৫/বি নম্বর বাড়িতে একই এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী ও পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় একজন গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় একই জায়গায় দ্বিতীয় দফায় আবারও গুলির ঘটনা ঘটায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা ‎জানায়, সোমবার দুপুর দুইটা ২০ মিনিটে একটি লাল রংয়ের পালসার ব্রান্ডের মোটরসাইকেলে করে হেলমেট পড়া দুইজন লোক আসে।

তারা মোটরসাইকেল থেকে নেমে বাড়ির নিরাপত্তারক্ষীর ওপর গুলি করতে গেলে তিনি দৌড়ে বাড়ির ভেতরে চলে যান। পরে নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে পেছন থেকে সন্ত্রাসীরা এক রাউন্ড গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে ঘটনার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে

ব্যবসায়ী মনিরুল ইসলাম বলেন, কে বা কারা দুপুর দুইটার পর এসে আমার বাড়িতে আবারও গুলি করছে। এ সময় নিরাপত্তা প্রহরীকে লক্ষ্য করে গুলি করলে দরজার পাশে দেয়ালে গুলি লেগে গর্ত হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ জানায়, গত ২৪ মার্চ ওই ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় পলাতক শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগি জসিমের লোকজন জড়িত। সোমবারের ঘটনায়ও একই গ্রুপের লোক জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

‎এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, ঘটনা দেখে মনে হচ্ছে আগে যারা ঘটনা ঘটিয়েছিলো তারাই হয়তো আবারও একই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল শনাক্তসহ জড়িতদের শনাক্তে কাজ চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে