রোমাঞ্চকর ভয় মিজানুর রহমান আজহারীর

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২৫, ১৪:১৪

যাযাদি ডেস্ক
মিজানুর রহমান আজহারী তার রোমাঞ্চকর প্যারাগ্লাইডিং অভিজ্ঞতা

সম্প্রতি, বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী তার রোমাঞ্চকর প্যারাগ্লাইডিং অভিজ্ঞতা শেয়ার করেছেন।

রোববার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এ অভিজ্ঞতার কথা জানান তিনি। 

তিনি জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কি-ওয়েস্টে প্যারাসেইলিং করার এক চমৎকার এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা হয়েছিল।’

মিজানুর রহমান আজহারী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, "এটা ছিল রোমাঞ্চকর। আকাশে উড়তে থাকা অনুভূতি সত্যিই অসাধারণ ছিল।’

এছাড়া, তিনি দক্ষিণ আফ্রিকার কেইপ টাউনে প্যারাগ্লাইডিং করার অভিজ্ঞতাও শেয়ার করেন। 

মিজানুর রহমান বলেন, "প্যারাগ্লাইডিং কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে। বাতাসের সঙ্গে তাল মিলিয়ে উড়তে হয়, এবং যে কোনো মুহূর্তে আচমকা দমকা হাওয়ার কারণে প্যারাশুট বেসামাল হয়ে পড়তে পারে।"

তবে তিনি বলেন, প্যারাগ্লাইডিংয়ের পূর্বে নিরাপত্তা ফর্ম পূরণ করা এবং অভিজ্ঞ ইন্সট্রাকটরের গাইডলাইন মেনে চললে নিরাপদ ল্যান্ডিং নিশ্চিত হয়। "আমি আলহামদুলিল্লাহ নিরাপদভাবে ল্যান্ড করেছি, কারণ ইন্সট্রাকটরের পরামর্শ মেনে চলেছিলাম।

এ অভিজ্ঞতা থেকে মিজানুর রহমান আজহারী  অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য একটি মূল্যবান শিক্ষা দিয়েছেন, যেখানে তিনি নিরাপত্তার প্রতি গুরুত্বারোপ করে অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতা উপভোগের আহ্বান জানিয়েছেন।